মালয়েশিয়ায় কর্মরত সকল প্রবাসীদের প্রতি ইমিগ্রেশনের পুলিশের কড়া হুঁশিয়ারি

এ বছর জুলাই মাস থেকে মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ অভিবাসীদের আটক করতে জোড়ালোভাবে মাঠে নামা হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির প্রশাসন ৷ দেশটিতে কর্মরত অবৈধ কর্মীদের বৈধকরণ প্রক্রিয়ায় ইমিগ্রেশনে আঙ্গুলের ছাপ নেওয়ার সময় চলতি মাসেই শেষ হচ্ছে ৷ এ প্রক্রিয়া শেষ হলেই ওপস মেগা ৩.০ নামক সাঁড়াশি অভিযান চালানো হবে বলে জানিয়েছে অভিবাসন বিভাগ ৷
গতকাল শনিবার পুত্রাযায়ায় এক বিশেষ সংবাদ সম্মেলনে এ সব কথা বলেছেন দাতুক সেরি মুস্তফার আলী ৷ তিনি জানিয়েছেন, জুলাই মাসের প্রথম দিন থেকেই শুরু হবে এ অভিযান ৷

অভিবাসন বিভাগের মহা পরিচালক দাতুক সেরি মুস্তফার আলী বলেন,
‘২০১৬ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বৈধকরণ প্রকল্পে যে সকল কর্মী ও নিয়োগকর্তারা নিবন্ধন করতে ব্যর্থ হয়েছে তাদের আটক করতে আমরা কোন প্রকার আপোষ করব না ৷’
তিনি বলেন, অবৈধ অভিবাসীদের মাত্রারিক্ত বৃদ্ধি ঠেকাতে এ কার্যক্রমকে আরও গতিশীল করবে ইমিগ্রেসন বিভাগ এবং দেশের নিরাপত্তা ও সার্বোভৌমত্ব রক্ষার তাগিদে কোন পক্ষের সাথে আপোস করা হবে না ৷