সৌদিআরবে প্রবাসী বাংলাদেশীদের অঞ্চল ভিত্তিক ভাতৃঘাতি সংঘাতে না জড়ানোর অনুরোধ জানানো যাচ্ছে।
সৌদি আইন অনুযায়ী এ ধরণের সংঘর্ষ মারাত্মক অপরাধ হিসেবে বিবেচিত হয়। এবিষয়ে বাংলাদেশ দূতাবাস রিয়াদের পক্ষ হতে সৌদি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। জড়িতদের বিষয়ে স্থানীয় আইন অনুযায়ী আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।
এবিষয়ে সঠিকভাবে না জেনে, কিংবা বিচ্ছিন্ন দুই একটা ঘটনাকে ফুলিয়ে ফাপিয়ে সংবাদ প্রকাশ ও সামাজিক মাধ্যমে প্রচার করলে সৌদি অনলাইন নিরাপত্তা আইন অনুযায়ী কঠোর শাস্তির মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, যেকোন দেশেই ফৌজদারী অপরাধের বিষয়ে সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী সেদেশের কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করে থাকে।
