
স্বচ্ছ নির্বাচন আয়োজনেই নির্বাচন কমিশনের অঙ্গীকার
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন স্পষ্ট ভাষায় জানিয়েছেন, “আমরা রাতের আঁধারে কিছু করতে চাই না, দিনের আলোতেই সব কার্যক্রম সম্পন্ন হবে।”
তিনি আরও বলেন, নির্বাচনকে ঘিরে যেকোনো প্রক্রিয়া হবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং জবাবদিহিমূলক।
কৃত্রিম বুদ্ধিমত্তা: একটি বড় চ্যালেঞ্জ
সিইসি জানান, ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এখন একটি বড় হুমকি হিসেবে দেখা দিয়েছে।
তাঁর ভাষায়, “এই আধুনিক প্রযুক্তি অনেক সময় বাস্তব অস্ত্র থেকেও ভয়াবহ হতে পারে। তাই আমরা যে কোনো প্রযুক্তিনির্ভর হস্তক্ষেপ মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি।”
সন্ত্রাস ও অবৈধ অস্ত্র দমনে জিরো টলারেন্স
নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সিইসি জানিয়ে দেন, “নির্বাচনের আগে সন্ত্রাসবিরোধী অভিযান ও অবৈধ অস্ত্র উদ্ধারের কাজ চলমান থাকবে।”
এতে করে জনগণ যাতে নির্ভয়ে ভোট দিতে পারে, সে নিশ্চয়তা দিতে চায় নির্বাচন কমিশন।
খুলনায় মতবিনিময় সভায় সিইসির বক্তব্য
শনিবার (২৬ জুলাই) খুলনার আঞ্চলিক নির্বাচন অফিসে আয়োজিত এক মতবিনিময় সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন।
সভায় উপস্থিত ছিলেন খুলনা বিভাগের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা।
প্রধান অতিথি হিসেবে সভায় অংশ নিয়ে সিইসি নাসির উদ্দিন তাঁর বার্তা স্পষ্টভাবে তুলে ধরেন — “একটি বিশ্বাসযোগ্য, শান্তিপূর্ণ ও প্রযুক্তি-নিরপেক্ষ নির্বাচনই আমাদের লক্ষ্য।”
