
বাংলাদেশের প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক শমশের আলী ৮৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তাঁর জীবন, করণীয় ও বিদায়ের সময়সূচি জানতে পড়ুন বিস্তারিত।
মৃত্যু সংবাদ ও জানাজা
-
বিশিষ্ট বিজ্ঞানী ও শিক্ষাবিদ অধ্যাপক এম শমশের আলী মারা গেছেন শনিবার (২ আগস্ট) গভীর রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে; বয়স হয়েছিল ৮৪ বছর।
-
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তারা এক শোকবার্তায় জানায়, তাঁর জানাজা রবিবার (৩ আগস্ট) বায়তুল আমান মসজিদ, ধানমন্ডি-৭ এ যৌম জোহর নামাজের পর অনুষ্ঠিত হবে; শোক জানিয়ে বিশ্ববিদ্যালয় ও সরকারি প্রতিষ্ঠানগুলোতে ছুটি ঘোষণা করা হয়েছে ।
জীবনী: শিক্ষা ও জানা‑অজানা কৃতিত্ব
শুরুয়াতি জীবন ও শিক্ষাজীবন
-
১৯৪০ সালের ৯ নভেম্বর কুষ্টিয়ার ভেড়ামারায় জন্মগ্রহণ করেন শমশের আলী।
-
যশোর জিলা স্কুল থেকে এসএসসি এবং রাজশাহী কলেজ থেকে ইন্টারমিডিয়েট সম্পন্ন করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৯ সালে অনার্স (Physics) ও ১৯৬০ সালে মাস্টার্স করেন।
কর্মজীবন ও পদক্ষেপ
-
১৯৬১ সালে পাকিস্তান পারমাণবিক শক্তি কমিশনে কর্মজীবন শুরু করেন; ১৯৬৫ সালে যুক্তরাজ্য থেকে ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে থিওরেটিক্যাল নিউক্লিয়ার ফিজিক্সে পিএইচডি অর্জন করেন এবং দেশে ফিরে সিনিয়র সায়েন্টিফিক অফিসার হিসেবে পারমাণবিক শক্তি কমিশনে কাজ শুরু করেন।
-
১৯৮২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন এবং ২০০৬ সাল পর্যন্ত ডিএসসি করেন।
প্রশাসনিক নেতৃত্ব ও অবদান
-
১৯৯২–১৯৯৬: বাংলাদেশের স্বাধীন বিশ্ববিদ্যালয় Bangladesh Open University (BOU)–এর প্রতিষ্ঠাতা উপাচার্য হিসেবে দায়িত্ব পালন।
-
২০০২–২০১০: সাউথইস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য হিসেবে নেতৃত্ব প্রদান।
-
২০০৪–২০১২: বাংলাদেশ বিজ্ঞান একাডেমির সভাপতি হিসেবে দায়িত্ব পালন।
গবেষণা, বই ও পুরস্কার
-
পারমাণবিক পদার্থবিজ্ঞানে গুরুত্বপূর্ণ গবেষণা ও দশ ছাড়িয়ে আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত প্রবন্ধ রয়েছে; ৭০–রও বেশি গবেষণা প্রবন্ধ। লিখিত প্রকাশনা: ইসলাম ও বিজ্ঞানের সংযোগ বিষয়ে উল্লেখযোগ্য বই যেমন ‘পবিত্র কোরআনে বৈজ্ঞানিক ইঙ্গিত’, ‘বিজ্ঞান ও প্রযুক্তিতে মুসলিম অবদান’, ‘আলাদিনস রিয়েল ল্যাম্প: সায়েন্স অ্যান্ড টেকনোলজি’।
-
পুরস্কার ও সম্মাননা:
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের Hari Prasanna Roy Gold Medal (১৯৭৪)
-
Bangladesh Academy of Sciences Gold Medal (Physical Sciences, Senior, ১৯৮৪)
-
TWAS‑ROCASA Award (২০১৩)
-
Lifetime Achievement Award in Higher Education Leadership (Malaysia, ২০০৯) এবং আরও অনেকে।
-
শোক ও স্মরণ
-
সরকারি ও বেসরকারি বিভিন্ন শিক্ষা ও বিজ্ঞান প্রতিষ্ঠান শোক জানিয়েছে এবং তার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে।
-
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রবিবার যোগাযোগের ছুটি ঘোষণা করেছে এবং জানাজায় অংশগ্রহণসহ শ্রদ্ধা নিবেদন করছে।
সামগ্রিক অবদান — শেষ কথা
অধ্যাপক এম শমশের আলীর জীবন ছিল বৈজ্ঞানিক গবেষণা, শিক্ষাব্যবস্থা গঠন, ও জন‑বিজ্ঞানের প্রসারে নিবেদিত। তাঁর তত্ত্ব‑ভিত্তিক গবেষণা ও শিক্ষা‑নীতির অবদান বাংলাদেশের পরমাণু বিজ্ঞান, গণশিক্ষা ও দূরশিক্ষণ ব্যবস্থাকে সমৃদ্ধ করেছে। আজ আমরা শোকাহত, কিন্তু তাঁরLegacy চিরস্মরণীয় থাকবে।
