দলের সেরা অস্ত্রকেই তুমি বসিয়ে রেখেছ: সান্তোসকে রোনাল্ডোর বান্ধবী

কোয়ার্টার ফাইনালে পর্তুগালের প্রথম একাদশে রোনাল্ডোকে না রাখায় কোচ ফার্নান্দো সান্তোসের সমালোচনা করেছেন রোনাল্ডোর বান্ধবী জর্জিনা।

জর্জিনা নিজের ইনস্টাগ্রামে লিখেছেন— তোমার বন্ধু ও কোচ ভুল সিদ্ধান্ত নিয়েছে। সেই বন্ধু, যাকে তুমি এত সম্মান করো। সেই বন্ধু, যে শেষ পর্যন্ত তোমাকে মাঠে নামাল। তার পর দেখল সব কিছু কেমন বদলে গেছে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।’

সান্তোস দলকে ডুবিয়েছেন অভিযোগ করে জর্জিনা লিখেছেন, তুমি বিশ্বের সেরা ফুটবলারকে এভাবে অবহেলা করতে পারো না। তোমার দলের সেরা অস্ত্রকেই তুমি বসিয়ে রেখেছ। এটা ঠিক নয়। জীবন আমাদের শিক্ষা দেয়। আমরা হারিনি। আমরা শিখেছি।

তবে সাংবাদিক সম্মেলনে পর্তুগালের কোচ সান্তোস বলেন, রোনাল্ডোকে বসানোর জন্য কোনো আক্ষেপ নেই আমার। ভেবেচিন্তে যদি দল না গঠন করি, তা হলে কিছুই হবে না। সুইজারল্যান্ডের বিপক্ষে যে দলটা দারুণ খেলেছে, সেটিই খেলিয়েছি। সেই দল মরক্কোর বিপক্ষে বদলানোর কোনো কারণ ছিল না।

সান্তোস বলেন, কৌশলের খাতিরে এ সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন ছিল। কিন্তু হৃদয় দিয়ে সিদ্ধান্ত নিলে চলবে না। মস্তিষ্ক কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিতে হবে। রোনাল্ডো আর ভালো ফুটবলার নয়, এমন কথা কখনো বলছি না। ওকে বসানোর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

হেরে যাওয়ার বিষয়ে তিনি বলেন, ফুটবলে কখনো কখনো ভাগ্যের প্রয়োজন হয় জিততে গেলে। আমরা বেশ কিছু সুযোগ পেয়েছি। কিন্তু জয়ের জন্য যে ভাগ্যটা আমাদের দরকার, সেটিই ছিল না।