চট্টগ্রামে ভারী বর্ষণে জলাবদ্ধতা, কর্মস্থলগামী মানুষ চরম দুর্ভোগে

চট্টগ্রামে ভারী বর্ষণ
চট্টগ্রামে ভারী বর্ষণে জলাবদ্ধতা, কর্মস্থলগামী মানুষ চরম দুর্ভোগে

চট্টগ্রামে ভারী বর্ষণের কারণে বিভিন্ন এলাকায় সড়কে পানি জমেছে। কর্মস্থলগামী মানুষ ও শিক্ষার্থীরা চরম দুর্ভোগের মুখে পড়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

চট্টগ্রামে টানা বর্ষণে জলাবদ্ধতা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম শহরে রবিবার রাত থেকে শুরু হওয়া টানা ভারী বর্ষণের ফলে বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে গেছে। বিশেষ করে সোমবার সকাল থেকে বৃষ্টির তীব্রতা আরও বেড়ে যায়। এর সঙ্গে যুক্ত হয় সমুদ্রের উচ্চ জোয়ার। ফলে শহরের নিম্নাঞ্চলগুলোতে দ্রুত পানি জমে গিয়ে সৃষ্টি হয় জলাবদ্ধতা।

জলাবদ্ধ এলাকায় কর্মজীবীদের চরম দুর্ভোগ

সকালে কর্মস্থলে যাওয়ার পথে নগরবাসীকে পড়তে হয় চরম ভোগান্তিতে। গড়ালি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত পানি মাড়িয়ে অফিস, ব্যাংক ও শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতে হয়।

বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আল-আমিন জানান,
“সকালে খুব একটা পানি ছিল না। কিন্তু ১০টার দিকে হঠাৎ করে সড়কে পানি জমে যায়। অফিস যেতে গিয়ে প্রচণ্ড ভোগান্তিতে পড়তে হয়েছে।”

আগ্রাবাদ এলাকার বাসিন্দা আরিফ ইসতিয়াক বলেন,

“আমি কাজের উদ্দেশ্যে বের হলে দেখি দেওয়ানহাট এলাকায় রাস্তায় পানি জমে আছে। এমন অবস্থায় চলাফেরা করা খুব কষ্টকর।”

কোন কোন এলাকায় পানি জমেছে

আবহাওয়া অধিদপ্তর এবং স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামের নিচের এলাকাগুলোতে পানি জমে ছিল ৩০ মিনিট থেকে এক ঘণ্টা পর্যন্ত:

  • জিইসি মোড়

  • কাপাসগোলা

  • কাতালগঞ্জ

  • শুলকবহর

  • মুরাদপুর

  • আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা

  • হালিশহর আবাসিক এলাকা

  • দেওয়ানহাট

এসব এলাকায় রাস্তায় গড়ালি থেকে হাঁটু পরিমাণ পানি জমে যায়, যা জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করে।

শিক্ষার্থীরাও ভোগান্তির শিকার

আগ্রাবাদ এলাকায় রয়েছে একটি সরকারি কলেজ এবং দুইটি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়। সেখানকার শিক্ষার্থীরাও জলাবদ্ধ রাস্তায় পানি মাড়িয়ে বিদ্যালয়ে যেতে বাধ্য হয়েছে।

আবহাওয়া অফিসের তথ্য ও পূর্বাভাস

গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ

আমবাগান আবহাওয়া অফিসের তথ্যমতে,

রবিবার সকাল ৯টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এছাড়া সোমবার সকাল ৯টার পর থেকে শুরু হয় মুষলধারে বৃষ্টি।

আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে,

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী কয়েকদিন চট্টগ্রামসহ দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এতে পাহাড়ি এলাকায় পাহাড় ধসের আশঙ্কাও রয়েছে।

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে চলমান প্রকল্প

চট্টগ্রাম নগরের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধানে সরকার বাস্তবায়ন করছে প্রায় ১৪,০০০ কোটি টাকা ব্যয়ে চারটি বড় প্রকল্প। এর মধ্যে সবচেয়ে বড় প্রকল্পটির ব্যয় ৮,৫০০ কোটি টাকা এবং কাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে।

সিটি করপোরেশনের মন্তব্য

চট্টগ্রাম সিটি করপোরেশনের উপপ্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা প্রণব কুমার শর্মা বলেন,

“সকালে ভারী বর্ষণ ও উচ্চ জোয়ারের মিলনে কিছু এলাকায় সাময়িকভাবে পানি জমে ছিল। আমরা আশা করছি দ্রুত সময়ের মধ্যেই এসব এলাকার পানি নেমে যাবে।”

চট্টগ্রামে বর্ষার শুরুতেই দেখা দিয়েছে জলাবদ্ধতা সমস্যা, যা নাগরিকদের দৈনন্দিন জীবনকে ব্যাহত করছে। দীর্ঘমেয়াদী প্রকল্প বাস্তবায়ন হলেও নগরবাসী এখনও জলাবদ্ধতার তীব্র সমস্যার মুখোমুখি। পরবর্তী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।